১০ দিন পর বাবা হওয়ার খবর জানালেন নাসির

খেলাধুলার বিবিধ April 19, 2022 586
১০ দিন পর বাবা হওয়ার খবর জানালেন নাসির

গত বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এবার এই দম্পতির কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। তবে বাবা হওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেছেন নাসির।


গত ৮ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তামিমা। তবে নাসিরের বাবা হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচার হয়েছে গতকাল সোমবার (১৮ এপ্রিল)। পুত্র সন্তানের বাবা হওয়ার বিষয়টি ১০ দিনের বেশি সময় আড়াল করেছেন জাতীয় দলের একসময়ের এই তারকা ক্রিকেটার।


এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রথম অস্বীকৃতি জানালেও পরে নাসির জানান, ঝামেলার কারণে তারা এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। তিনি বলেন, হ্যাঁ, গত ৮ এপ্রিল আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। একটু ঝামেলা ছিল, তাই কিছুদিন গোপন রেখেছিলাম। বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছে।