সিরিজ হারের পর যা বললেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ

খেলাধুলার বিবিধ March 24, 2022 1,418
সিরিজ হারের পর যা বললেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ

শেষ ওয়ানডেতে সিরিজ জয়ের মহাকাব্য লেখার লক্ষ্যে তামিম ইকবালরা অবিচল ছিলেন ঠিকই, তাই বলে এটাও ভাবেননি যে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যাবে!


এদিকে, দক্ষিণ আফ্রিকা দলের এমন পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন মার্ক বাউচার। প্রধান কোচ মনে করেন, বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ব্যাটাররা ভয় নিয়ে ব্যাটিং করেছে। তাই ফলাফলটাও তাদের পক্ষে যায় নি।


বাউচার বলেন, ‘আজ আমাদের আগ্রহের ঘাটতি ছিল, খুব ভালো শুরুর পর নেতিয়ে পড়েছিলাম। এভাবে খেলতে চাইনি, ম্যাচটা এগিয়ে নিতে চেয়েছিলাম, পারিনি। মনে হচ্ছিল আমরা আউট হওয়ার ভয় নিয়ে খেলছিলাম। যে উইকেট ছিল তাতে তিনশো রানের বেশি করা উচিত ছিল।’