কোচ নিয়ে তো আপনারাই সমালোচনা করেনঃ পাপন

খেলাধুলার বিবিধ March 24, 2022 1,090
কোচ নিয়ে তো আপনারাই সমালোচনা করেনঃ পাপন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভিত নড়ে গিয়েছিল। তাকে এই পদে রাখা হবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও প্রকাশ্যে করেছিলেন তার সমালোচনা।


তবু কোচকে বাদ দেওয়ার তাৎক্ষণিক পথে হাঁটেনি বিসিবি। এবার তার অধীনে বড় বড় সাফল্য আসার পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, কোচিং স্টাফ বা নির্বাচক প্যানেল নিয়ে কোন সংশয় ছিল না তাদের মনে।


চলতি বছর দুটি বড় অর্জন যোগ হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। কখনই যা সম্ভব হয়নি তা হয়ে গেছে বাস্তব। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট হারানো পর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেরা এসব সাফল্য এসেছে ডমিঙ্গোর অধীনে।


আস্থাহীনতা কাটিয়ে কি এবার থিতু হচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ? বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড প্রধান জানান তাদের মনে আগেও কোচদের নিয়ে আস্থাহীনতা ছিল না, ‘আমরা বোর্ড কখনই তাদের (কোচিং স্টাফ) নিয়ে কিছু বলিনি। আপনারা করেছেন (সমালোচনা)। গণমাধ্যম করছে, করেন আমরা কি বলব এখানটায়? আপনারা কেন করেন আপনারাই জানেন।’