ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। গত কয়েক মৌসুমেই খেলেছেন দেশের সেরা এই পেসার। এবারও খেলতে যাচ্ছেন, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করে আজই ভারতের বিমান ধরার কথা রয়েছে তার। অথচ মোস্তাফিজের সঙ্গে একই পথ ধরার কথা ছিল আরেক পেসার তাসকিন আহমেদের।
নতুন দল লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড চোটে পড়ায় ছিটকে গেছেন দল থেকে। তার বদলি হিসেবে তাসকিনকে চেয়েছিল। তবে বিসিবির ছাড়পত্র না পাওয়া আর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় সুযোগ পেয়েও যেতে পারেননি।
আইপিএলে যাওয়ার আগে তাসকিনকে তাই সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় নেই মোস্তাফিজের। আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এ জন্য এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’