লুঙ্গি এনগিডিকে নিয়ে বাংলাদেশিদের রসিকতা ভাইরাল

খেলাধুলার বিবিধ March 24, 2022 1,798
লুঙ্গি এনগিডিকে নিয়ে বাংলাদেশিদের রসিকতা ভাইরাল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। এই জয়ে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছে তারা।


প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের অগ্নিঝড়া বোলিংয়ে মাত্র ১৫৪ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ৫ উইকেট পেয়েছেন তাসকিন। এরপর ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন দাস গড়েন ১২৭ রানের জুটি। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যান তামিম।


এই ম্যাচে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি দেখে তামিমের কাছে মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা যেন মিনি ঢাকা। দর্শকদের উপস্থিতি দলের মনোবল বাড়িয়েছে অনেক। এদিকে এই ম্যাচের একটি ছবি আলাদাভাবে নজর কেড়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


ছবিতে দেখা যায়, সেঞ্চুরিয়নের গ্যালারিতে বাঙালি পোশাক লুঙ্গি পড়ে তিনজন ভক্ত দাঁড়িয়ে আছেন। তিনজনই বাংলাদেশের জার্সি পরে দাঁড়িয়ে আছেন। একজনের হাতে পতাকা ও বাকি দুইজন একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন।


ব্যানারের দিকে চোখ গেলেই আসল চমক দেখা যায়। সেই ব্যানারে রয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির ছবি। আর তাতে লেখা, ‘উই লাভ লুঙ্গি’ মানে আমরা লুঙ্গি ভালোবাসি। বাংলাদেশিদের লুঙ্গি প্রেম আর লুঙ্গি এনগিডিকে নিয়ে রসিকতা এখন সামাজিক মাধ্যমে ঘুরছে।