বিপিএলের অষ্টম আসরে চমক দেখিয়েছেন ফরচুন বরিশালের মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার ভয়ডরহীন ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলে মাত্র ৬ ম্যাচ খেলার সুযোগ পান মুনিম। ৬ ম্যাচে ২৯.৬৬ গড় ও ১৫২.১৩ স্ট্রাইকরেটে ১৭৮ রান করেন মুনিম। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ৫১। টপ অর্ডারে তার মত একজনের অভাব সবসময় অনুভূত করেছিল টিম ম্যানেজমেন্ট। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচবে।
বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের উপহার হিসেবে জাতীয় দলের টিকেট পেতে যাচ্ছেন মুনিম। গতকাল জাতীয় দল সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলতি সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেতে যাচ্ছেন মুনিম। এছাড়াও দলে ফিরছেন লিটন দাস। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে বাদ পড়েছিলেন তিনি। তবে বিপিএলের পারফরম্যান্সের কারণে আফগানদের বিপক্ষেই টি-টোয়েন্টি দলে ফিরছেন তিনি।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট