টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হলো টাইগারদের

খেলাধুলার বিবিধ February 21, 2022 537
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হলো টাইগারদের

নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। ভারতের সমান রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইংলিশরা।


এদিকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিয়েছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে টাইগাররা। যদি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান গত নভেম্বরে থাকত তাহলে তাদের এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হত।


তবে এখন র‍্যাঙ্কিংয়ে অবনতি হওয়ায় বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে না বাংলাদেশ দলকে। সরাসরি বিশ্বকাপে খেলবে টাইগাররা। বাংলাদেশের সমান রেটিং পয়েন্ট নিয়ে নয়ে আছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এ সিরিজ হারলেও এক ধাপ উন্নতি হয়েছে তাদের।


র‍্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ওয়েস্ট ইন্ডিজ (২৩৫) ও আফগানিস্তান (২৩২) আছে যথাক্রমে সাত ও আটে। - বিডি২৪ রিপোর্ট