গত ১২ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গত কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে তাকে ছাড়াই চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ দল। তবে বিসিবির করোনানীতি অনুযায়ী শারীরিক অসুস্থতা না থাকলে ১০ দিনের আইসোলেশন শেষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।-প্রথমআলো
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন জানান, ‘দ্বিতীয় পরীক্ষাতেও সিডন্সের পজিটিভ এসেছে। তবে কোনো শারীরিক সমস্যা তাঁর নেই। ১০ দিন শেষ হলে ২২ তারিখ তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
জেমি সিডন্স ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। যদিও এবার এসেছিলেন ব্যাটিং পরামর্শক হয়ে। তবে অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় তিনিই এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন। - অনলাইন