দেশের মাটিতে যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া December 8, 2021 702
দেশের মাটিতে যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জায় পড়লো টাইগাররা।

এর আগে ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।


৮৭ রানের পর সর্বনিম্ন ৯১ রানে অলআউটের রেকর্ড আছে বাংলাদেশের। ২০০০ সালের ১০ নভেম্বর দেশের মাটিতে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিলো টাইগাররা। ঐ টেস্টটিও হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।


তবে নিজেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালের জুলাইয়ে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিলো মুমিনুল হকের দল।