দ্বিতীয় টেস্টের আগে গুরুতর অসুস্থ টাইগার ওপেনার সাইফ

ক্রিকেট দুনিয়া December 1, 2021 701
দ্বিতীয় টেস্টের আগে গুরুতর অসুস্থ টাইগার ওপেনার সাইফ

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান। বর্তমান সময়টা ভাল যাচ্ছেনা তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের।


পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন মাত্র ১ রান। এরপর প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। দুই ইনিংসে তিনি করেছেন ১৪ এবং ১৮ রান। এদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।


চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার আগে টাইফয়েডে আক্রান্ত হলেন সাইফ। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের। যার ফল এসেছে পজিটিভ।


টাইফয়েডে আক্রান্ত হওয়ায় আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে সাইফের অংশগ্রহণ অনিশ্চিতই বলা চলে। আজ (বুধবার) দুপুরে দলের সঙ্গে ঢাকায় ফিরে আসবেন তিনি। - বাংলাওয়াশ ক্রিকেট