আইপিএল নিলামের আগে কোন কোন খেলোয়াড়দের ধরে রাখা হবে আর কোন খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে, নিয়ে চলছিল বেশ জল্পনা-কল্পনা। অবশেষে গল্পগুলো জানিয়ে দিয়েছে কোন দল কাকে ধরে রাখল। চলুন এক নজরে দেখে নি কোন দল কোন খেলোয়ার কে ধরে রাখলো…
রাজস্থান রয়্যালস:-
সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি) এবং যশস্বী জয়সওয়াল (৪ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স:
আন্দ্রে রাসেল (১২ কোটি ), বরুণ চক্রবর্তী (৮;কোটি), বেঙ্কটেশ আইয়ার (৮ কোটি ) এবং সুনীল নারিন (৬ কোটি)।
দিল্লি ক্যাপিটালস:
ঋষভ পন্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) এবং আন্দ্রে নখিয়া (৬.৫০ কোটি)।
চেন্নাই সুপার কিংস:
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি ), মহেন্দ্র সিং ধোনি (১৪ কোটি ), মইন আলি (৮ কোটি ) এবং রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি )।
সানরাইজার্স হায়দরাবাদ:
কেন উইলিয়ামসন (১৪ কোটি ), আবদুল সামাদ (চার কোটি) এবং উমরান মালিক (চার কোটি )।
পাঞ্জাব কিংস:
মায়াঙ্ক আগরওয়াল (১৪ কোটি ), অর্শদীপ সিং (৪ কোটি)।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), কায়রন পোলার্ড ( ৬ কোটি) এবং সূর্যকুমার যাদব ( ৮ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়াল (১১ কোটি) এবং মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪