ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া November 30, 2021 1,873
ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

আগামী ৪ ডিসেম্বরের মিরপুর টেস্ট সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ফিট ঘোষণা করেছে বোর্ড। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। তবে সিরিজের দ্বিতীয় টেস্টের ২০ সদস্যের দলে ফিরেছেন এই দুই ক্রিকেটার। এদিকে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন নাইম শেখ।


বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।


সূত্রঃ রাইজিংবিডি