তাইজুলের বোলিংয়ে মুগ্ধ পাকিস্তান কোচ সাকলায়েন মুশতাক

ক্রিকেট দুনিয়া November 30, 2021 665
তাইজুলের বোলিংয়ে মুগ্ধ পাকিস্তান কোচ সাকলায়েন মুশতাক

দল হারলেও প্রতিপক্ষের কোচের প্রসংশা আদায় করে নিয়েছেন তাইজুল। ম্যাচ শেষে টাইগার এই স্পিনারের ভুয়সী প্রসংশা করে আরো ভাল করার পরামর্শ দেন পাকিস্তানের হেড কোচ ও টাইগার সাবেক স্পিন কোচ সাকলায়েন মুশতাক।


পঞ্চম দিনে ব্রডকাস্টারদের আলাপচারিতায় তাইজুলের প্রসংশা করেন সাকলায়েন। তিনি বলেন তাইজুলকে আমার অনেক ভালো লেগেছে। যে জায়গায় সে আক্রমণ করেছে, ব্যাটসম্যানদের কোনো সুযোগ দেয়নি। আলগা বল তো নয়ই, সিঙ্গেলের সুযোগও দেয়নি। ওর নিয়ন্ত্রণ আমার সত্যিই ভালো লেগেছে।


তাইজুলকে পরামর্শ দিয়ে সাকলায়েন আরও যোগ করেন, তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত। আরেকটু ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে। তবে তার টেম্পারমেন্ট, তার ধৈর্য আমার খুবই ভালো লেগেছে। নিয়ন্ত্রণটাই তাইজুলের মূল শক্তি।- ক্রিকবাজ/ আমাদের সময়