দল থেকে বাদ পড়ার পরদিনই বোমা ফাটালেন মুশফিক

ক্রিকেট দুনিয়া November 17, 2021 62,886
দল থেকে বাদ পড়ার পরদিনই বোমা ফাটালেন মুশফিক

পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়ার পরদিনই বোমা ফাটালেন মুশফিক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের বিরুদ্ধে আনলেন ভুল ব্যাখ্যার অভিযোগ। প্রশ্ন তুললেন সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ পড়ার প্রক্রিয়া নিয়েও। জানালেন বাংলাদেশ ক্রিকেটে সমন্বয়ের অভাব রয়েছে।


'পরপর চারটি টেস্ট ম্যাচ আছে আমাদের। আমরা চাচ্ছি, মুশফিক যেন এখন থেকেই সেই ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিয়ে সেরাটা দিতে পারে। আর এ জন্যই এখন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।'- মুশফিককে দলে না রাখার ব্যাখ্যা হিসেবে এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।


মুশফিক ক্লান্ত। তবে যে ক্লান্তির কথা তিনি নিজেই জানেন না। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক, তার সঙ্গে মিল নেই চ্যানেল টোয়েন্টিফোরকে দেয়া মিস্টার ডিপেন্ডেবলের বক্তব্য।


প্রধান নির্বাচকের ব্যাখ্যা পুরোপুরি অস্বীকার করে মুশফিকুর রহিম বলেন, 'সত্যি বলতে, আমি এখনো ঐ পর্যায়ে যাইনি যে আমাকে বিশ্রাম নেয়ার জন্য কাউকে বলতে হবে। বিশ্বকাপ ব্যর্থতার পর আমার একটা সুযোগের দরকার যেখান থেকে আমি নিজেকে ফিরে পাই।'


তবে কি কথা হয়েছে মিনহাজুল আবেদীনের সাথে মুশফিকের? উত্তরে দেশের এই সিনিয়র ক্রিকেটার বলেন, 'আমাকে বলেছে যে, নির্বাচক কমিটি, ম্যানেজমেন্ট, হেড কোচ- সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমাকে এই সিরিজে রাখতে চাচ্ছেন না।'


তিনি বলেন, 'টু বি অনেস্ট, এ বিষয়ে আমাকে কিছু বলা হয়নি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি এই সিরিজের জন্য এভেইলএবেল কিনা, আমি উত্তরে বলেছি অবশ্যই আমি এভেইলএবেল। কিন্তু দলে থাকবো কি থাকবো না তা তো আমার হাতে নেই।'


সূত্রঃ চ্যানেল২৪ অনলাইন