এবার আলোচনায় ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

খেলাধুলার বিবিধ November 4, 2021 2,306
এবার আলোচনায় ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

আপাতদৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মনে হলেও তারা আসলে কেউ-ই ক্রিকেটার নন। ভালো করে খেয়াল করলে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন—অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, কমেডিয়ান সাইদুর রহমান পাভেলসহ অনেকে।


এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। মূল ঘটনা হলো—পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন একক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। আর এই নাটকের গল্পের জন‌্য এত আয়োজন।


নাটকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব‌্য করে অনেকেই নিজেদের অভিব‌্যক্তি প্রকাশ করেছেন। রকিবুল হাসান রায়হান হাসির ইমোজি দিয়ে লিখেন, ‘ওয়েস্ট ইন্ডিজ মানহানির মামলা করবে।’


খায়রুল বাসার লিখেছেন, ‘কনসেপ্ট দেখেই বুঝতেছি প্রচুর বিনোদন আছে।’ রাসেল আহমেদ প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেন, ‘মারজুক রাসেল ভাই আন্দ্রে রাসেল না হয়ে গেইল হইলো কেন?’ অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান।


নির্মাতা মাইদুল রাকিব জানান, সম্প্রতি বাকেরগঞ্জে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি টিভি চ‌্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।


সূত্রঃ রাইজিংবিডি