নাসির ও তামিমার বিয়েকে অবৈধ বললো পিবিআই

খেলাধুলার বিবিধ September 30, 2021 864
নাসির ও তামিমার বিয়েকে অবৈধ বললো পিবিআই

বেশ কয়েকবার বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু তাকে ঘিরে কিছুদিন আগে বেশ উত্তাল ছিলো পুরো দেশ। রাকিব হাসানকে তালাক না দিয়েই তামিমা সুলতানা তাম্মি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেনকে। তামিমা ও রাকিব হাসানের তালাকের নথিপত্র ভুয়া। এই কাগজপত্র তৈরিতে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। যে কারণে তাদের বিয়ে আইনগতভাবে বৈধ নয়।


আদালতে জমা দেওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন বলছে এমনটা। আজ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। প্রতিবেদনে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।


তালাক ছাড়া বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। মামলার শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।


সূত্রঃ স্পোর্টসজোন২৪