মুসলিম রীতিতে বিয়ে করলেন ভারতের হিন্দু ক্রিকেটার

খেলাধুলার বিবিধ July 18, 2021 1,365
মুসলিম রীতিতে বিয়ে করলেন ভারতের হিন্দু ক্রিকেটার

বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের শিবম দুবে। মুম্বাইয়ে পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘকালীন বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন এই ভারতীয় ক্রিকেটার।


সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের এই তারকা।


ছবিতে মুসলিম রীতিতে বিয়ে করতে দেখা যায় ২৪ বছর বয়সী শিবমকে। আঞ্জুমের সঙ্গে আংটিও বদল করতে দেখা গেছে তাকে।শিবম-আঞ্জুমের বিয়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘আপনার বিয়ে ভারতের সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।’


অপর ব্যবহারকারী প্রশ্ন তুলে বলেছেন, ‘কেনো মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করলেন। হিন্দু রীতি মানা উচিৎ ছিল।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪