আর্জেন্টিনার জয়ে ছেলের উদ্দাম নাচ, চেয়ার নিয়ে তাড়া করলেন ব্রাজিল ভক্ত বাবা

খেলাধুলার বিবিধ July 12, 2021 1,438
আর্জেন্টিনার জয়ে ছেলের উদ্দাম নাচ, চেয়ার নিয়ে তাড়া করলেন ব্রাজিল ভক্ত বাবা

কোপা আমেরিকার সদ্য শেষ হওয়া ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই জয়ে টিম ম্যানেজমেন্টের চেয়েও ঢের বেশি খুশি আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।


কোপা আমেরিকায় ২৮ বছর পর আর্জেন্টিনার জয়ে বাঁধভাঙা উল্লাস করছেন বিভিন্ন দেশের মেসিভক্তরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর ব্রাজিলভক্ত বাবর সামনেই টি-শার্ট খুলে উল্লাস করেন মেসিভক্ত এক ছেলে।


প্রিয় দল ব্রাজিলের পরাজয়ে হতাশ বাবা, ছেলের উল্লাসে বিরক্ত হয়ে একপর্যায়ে চেয়ার তুলে তাড়া করেন। বাবার তাড়া খেয়ে দৌড়ে পালান আর্জেন্টিনাভক্ত সেই ছেলে। বাবা ছেলের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


সূত্রঃ যুগান্তর অনলাইন