ইউটিউবে সরাসরি দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ

খেলাধুলার বিবিধ May 30, 2021 2,089
ইউটিউবে সরাসরি দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


৩১ মে থেকে দেশের তিন মাঠে শুরু হবে ডিপিএল। মাঠগুলো হল- ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিকেএসপির তিন ও চার নম্বর ক্রিকেট মাঠ। এর মধ্যে বিকেএসপির ম্যাচগুলোতে সশরীরে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে পারবেন না সাংবাদিকরা।


তবে সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টিভি পর্দায়। টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে টানা দুই দিন দুই রাউন্ড করে খেলা শেষে এক দিনের বিরতি রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।


তবে টিভিতে খেলা দেখানোর সম্ভাবনা নেই বললেই চলে। ডিপিএলের আয়োজন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি কাজী ইনাম আহমেদ বলেন, ‘এ মুহূর্তে টিভিতে দেখানোর পরিকল্পনা নেই। আমরা গত বছর বিসিবি প্রেসিডেন্টস কাপ লাইভ স্ট্রিমিং করেছি সফলভাবে। এবারও তাই হবে।’


সূত্রঃ বিডিক্রিকটাইম