২০ জন অতিথি নিয়ে চুপিসারে বিয়ে করলেন বুমরাহ

খেলাধুলার বিবিধ March 15, 2021 877
২০ জন অতিথি নিয়ে চুপিসারে বিয়ে করলেন বুমরাহ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। ক্রীড়া উপস্থাপক সানজানা গানেশানের সঙ্গে বিয়ে করেছেন তিনি। রোববার রাতে উপকূলীয় নগরী গোয়ায় দুই পক্ষের ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছিলেন মাত্র ২০ জন।


কোনও সংবাদ মাধ্যমকেও উপস্থিত হতে দেয়া হয়নি। এমনকি অতিথিদের মোবাইল ফোনও ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের এক সতীর্থ গণমাধ্যমকে বলেন, বুমরাহর বিয়ে নিয়ে কোনও তথ্যই জানিনা। শুধু এটা জানি বিয়ে করছেন তিনি।


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে জাতীয় দল থেকে ছুটির আবেদন করেছিলেন ডান-হাতি এই পেসার। চতুর্থ টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।


২০১২ সালে ‘ফেমিনা স্টাইল ডিভা’ নামক একটি রিয়ালিটি শো দিয়ে আলোচনায় আসেন বুমরাহর স্ত্রী। জন্ম মহারাষ্ট্রের পুনেতে।আইপিএলসহ নানা ভারতীয় ক্রীড়াঙ্গনের অনেক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন ২৮ বছর বয়সী সানজানা।


সূত্রঃ আরটিভি অনলাইন