ঘটনাটি ব্রাজিলের ২য় বিভাগের প্রতিযোগিতার। ব্রাজিলের রিও ডি জিনিরোর রেসেন্ডে স্টেডিয়ামে কোপা দে ব্রাজিল টুর্নামেন্টের বোয়াভিস্তা বনাম গোয়িয়াসের ম্যাচের। খেলা শুরুর পুর্ব মুহুর্তে বল সেন্টারে বসিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারছিল দল দুটি। কিন্তু প্লেয়ারদের সামনে নেই রেফারি। ক্যামেরাম্যান একটু দূরেই খুঁজে পেলেন ম্যাচের রেফারি ডেনিস ডি সিলভা রিবেইরোকে।
সাথে সাথেই ম্যাচের ধারাভাষ্যকার পরিচয় করিয়ে দিলেন রেফারিকে। কিন্তু তাকে দেখা যায় অন্যদিকে মুখ করে ঘুরে থাকতে। ধারাভাষ্যকাররা আসল বিষয়টি আঁচ করতে না পারলেও পরে নেটিজেনরা আবিষ্কার করেছেন অন্যদিকে ফিরে প্রস্রাব করছিলেন ডেনিস দ্য সিলভা। মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
রেফারি ফুটবল মাঠে নানান বিতর্কের জন্ম দিলেও এমন ঘটনা এটিই প্রথম। ম্যাচে বোয়াভিস্তা ৩-১ গোলে জিতলেও, রেফারির এই আজব কীর্তি তাদের সেই জয়কেও ছাপিয়ে গেছে। ধারণা করা গেছে হয়তো হাতে সময় না থাকায় বাধ্য হয়ে এমন কাজ করেছেন সিলভা। - ডেইলি স্পোর্টস বিডি