বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত!

খেলাধুলার বিবিধ March 13, 2021 740
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত!

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই সফরের ভেন্যু ও সূচি অনেকটাই চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


আগামী এপ্রিলের ২১ তারিখ গলে অনুষ্ঠিত হতে পারে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচটাও একই ভেন্যুতে হবে। এমনটা বিসিবি চূড়ান্ত করলেও এখনো এসএলসি চূড়ান্ত করেনি। তবে সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিয়েছে বিসিবি।


এ বিষয়ে বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, “এখনো পর্যন্ত বিষয়টি (২১ ও ২৯ এপ্রিল টেস্টের সূচি) এ পর্যায়ে আছে। কিন্তু যেহেতু আয়োজক দেশ তারা, সেহেতু বিষয়টি তারাই চূড়ান্ত করবে।


মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে আমরা চলে যাব ভেন্যু ও সূচি ওরাই চূড়ান্ত করবে। আমরা জানি যে একই ভেন্যুতে দুইটা টেস্ট খেলব, ভেন্যুটা ওরাই জানাবে।”


এছাড়া তিনি আরও বলেন, “মূলত কোয়ারেন্টাইন ইস্যুতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কোয়ারেন্টাইনের প্রথম দিনগুলো নিয়ে ওরা কি চাচ্ছে আমরা কি চাচ্ছি এ নিয়েই আপাতত আলোচনা হচ্ছে।


কোয়ারেন্টাইনের যে বিষয়টা সেটা ওরা চাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে করি। কিন্তু আমরা চাচ্ছি কলম্বোতে করতে, যেহেতু ওখানকার সুবিধাগুলো ভালো। এটিও দুই-একদিনের ভিতরে ফাইনাল হয়ে যাবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪