আমিরের পাশে দাঁড়ালেন শহীদ আফ্রিদি

খেলাধুলার বিবিধ January 16, 2021 1,164
আমিরের পাশে দাঁড়ালেন শহীদ আফ্রিদি

কিছুটা হতাশ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। কিছুদিন আগে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। একদিকে পাকিস্তান জাতীয় দলের কোচ মিসবাহ উল হক জানিয়েছেন পারফরমেন্সের কারণেই দল থেকে বাদ পড়েছেন তিনি।


পাকিস্তান কোচ জানান, বাঁহাতি এই পেসারের বাদ পড়ার পেছনে ব্যক্তিগত কোনো ইস্যু নেই, বরং পারফরম্যান্সের কারণেই জায়গা হারিয়েছেন। এছাড়াও আমিরকে আলাদা করে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান দলের কিংবদন্তি পেসার ও বোলিং কোচ ওয়াকার ইউনুস।


পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস জানিয়েছেন আমির অবসর নেওয়ার কষ্ট পেয়েছেন তিনি। এদিকে এবার ওয়াকার-মিসবাহ পর মোহাম্মদ আমির ইস্যু নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে তিনি মোহাম্মদ আমিরের পাশে দাঁড়িয়েছেন।


স্পট ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে শহীদ আফ্রিদির কারণে আবারো পাকিস্তানের জাতীয় দলে ডাক পান মোহাম্মদ আমির। তবে অবসর নিতে মোহাম্মদ আমির তাড়াহুড়ো করে ফেলেছে বলে জানিয়েছেন শাহিদ আফ্রিদি। সেইসাথে ওয়াকার ইউনুসের সাথে তার সমস্যা হতো এটাও জানিয়েছেন তিনি।


সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি জানিয়েছেন, আমিরের ভবিষ্যৎ নিয়ে দল কী ভাবছে, সেটা পরিষ্কারভাবে জানালেই এ সমস্যা হতো না। এর আগেও আমিরের অবসরের ঘোষণায় নিজের অসন্তুষ্টি লুকাননি আফ্রিদি।


গত ডিসেম্বরে যখন সবাইকে চমকে দেওয়া আমিরের ঘোষণাটা এল, তখনই আফ্রিদি বলেছিলেন, ওয়াকার ইউনিস যা করেছেন, সেটা ভুল। তবে আমিরও একটু তাড়াহুড়া করছেন বলে তাঁর ধারণা, ‘আমি বুঝতে পারছি না কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি যখন জানলাম, তখন আমিরের সঙ্গে কথা বলেছি এবং বলেছি, আমার ব্যক্তিগত মত হলো, এটা সঠিক সিদ্ধান্ত নয়।’


লঙ্কা প্রিমিয়ার লিগে একই দলে খেলা আমিরকে স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর থেকেই দেখভাল করেছেন আফ্রিদি। পাকিস্তানের এক দশকের সেরা পেসারকে এভাবে হারিয়ে ফেলায় সাবেক সতীর্থ ইউনিসের দায়টাও অনেক বড় মনে হয়েছিল আফ্রিদির,


“ওয়াকার যদি আমিরের ব্যাপারে সৎ হতেন এবং অন্যদের মতো ওর সঙ্গেও একই ধরনের আচরণ করতেন, তাহলে আমিরকে ফোন করে এ ব্যাপারে কথা বলতেন। সেটা হয়নি, আর এতেই আমির এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমার চোখে ভুল।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট