দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান

খেলাধুলার বিবিধ January 15, 2021 1,242
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আর সেই সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই সিরিজে দলে নতুন মুখ ৯ ক্রিকেটার।


সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের ভরাডুবির পর বড় পরিবর্তন এনেছে নতুন নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। আর ৯ জন ক্রিকেটারই থাকবেন অভিষেকের অপেক্ষায়!


নতুন ৯ জন হলেন– ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, সালমান আলি আগা ও সউদ শাকিল, স্পিনার নওমান আলি ও সাজিদ খান এবং পেসার হারিস রউফ ও তাবিশ খান। সেই সাথে দলে ফিরেছেন পেসার হাসান আলী।


আর দল থেকে বাদ পড়লেন শান মাসুদ, মোহাম্মদ আব্বাস, হারিস সোহেলদের মত ক্রিকেটাররা। সেই সাথে ইনজুরির কারণে দলে নেই ইমাম উল হক, শাদাব খান, নাসিম শাহরা।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-

ওপেনার- আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট


মিডল অর্ডার ব্যাটসম্যান- আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, সালমান আলি আগা, সউদ শাকিল


অলরাউন্ডার- ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ


উইকেটরক্ষক- মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ


স্পিনার- নওমান আলি, সাজিদ খান, ইয়াসির শাহ


ফাস্ট বোলার- হারিস রউফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি ও তাবিশ খান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪