গলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হলো শ্রীলঙ্কা

খেলাধুলার বিবিধ January 14, 2021 1,134
গলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হলো শ্রীলঙ্কা

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসেই মাত্র ১৩৫ রানে গুটিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। যা এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড।


টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক চান্দিমাল।এছাড়া ম্যাথিউস ২৭, শানাকা ২৩, পেরেরা ২০ ও হাসারাঙ্গা করেন ১৯ রান।


ইংল্যান্ডের পক্ষে ৫ উইকেট নেন ডম বেস। সেই সাথে ৩ উইকেট নেন ব্রড এবং ১ উইকেট নেন লিচ।


সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস) : ১৩৫/১০(৪৬.১)

চান্দিমাল ২৮, ম্যাথিউস ২৭

বেস ৫/৩০, ব্রড ৩/২০


সূত্রঃ স্পোর্টসজোন২৪