চার ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে আগামী ১৫ জানুয়ারি মুখোমুখি হবে ভারড ও অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সেই টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল সফরকারী ভারত। চোটে জর্জরিত ভারতীয় দলে এবার ছিটকে গেলেন দলটির মূল পেসার জাসপ্রিত বুমরাহ।
গত কয়েকদিন ধরে বুমরাহ পেটের ব্যথাতে ভুগছেন। যার কারণে তিনি অস্বস্তিতে তৃতীয় টেস্ট শেষ করেছেন। আর তাই শেষ টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারত। যেকারণে চতুর্থ টেস্টের পরিকল্পনাতেও নেই তারকা এই পেসার।
এর আগে অভিজ্ঞ দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পরে তিনিও ছিটকে পড়ায় দুই পেসারের অভিষেক হয়। এবার বুমরাহর পরিবর্তে এবার অভিষেক হতে পারে আরেক পেসার থাঙ্গারাসু নটরাজেনের৷
এছাড়া গতকাল শেষ হওয়া তৃতীয় টেস্ট খেলতে গিয়ে ইনজুরিতে ছিটকে যান দলটির গুরুত্বপূর্ণ অলরাউন্ডার জাদেজা। তাকেও শেষ টেস্টে পাচ্ছে সফরকারী ভারত। আর নতুন করে এ দু’জনের ইনজুরিতে বিপাকে পড়তে হচ্ছে ভারত। কারণ সিরিজের শেষ ম্যাচটি যে সিরিজ নির্ধারনী ম্যাচ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪