টি-টেন টুর্নামেন্ট খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন নাসির

খেলাধুলার বিবিধ January 11, 2021 886
টি-টেন টুর্নামেন্ট খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন নাসির

সংযুক্ত আরব আমিরাতে এমাসের শেষদিকে শুরু হতে যাওয়া টি-টেন টুর্নামেন্টের চতুর্থ আসরে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ফিনিসার খ্যাত নাসির হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি-টেনে ডাক পাওয়া সবাইকেই এনওসি দিয়েছে।


প্রথম দিকে বিসিবির পক্ষ থেকে মুক্তার আলি এবং নাসির হোসেনকে অনাপত্তিপত্র দেয়ার কথা জানালেও শেষ পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাওয়া ৬ জনকেই আপত্তিপত্র প্রদান করেছে বিসিবি। ফলে আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে আর কোনো বাধা রইল না ক্রিকেটারদের।


টি-টেন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ছয় জন ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান, নাসির হসেন, মুক্তার আলি, মোহসাদ্দেক হোসেন সৈকত এবং আফিফ হোসেন ধ্রুব। - আমাদের সময়