ভারতের বিপক্ষে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

খেলাধুলার বিবিধ November 18, 2020 1,486
ভারতের বিপক্ষে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

এ মাসের শেষদিকেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ। যেখানে দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


১৮ সদস্যের সেই স্কোয়াডে এবার পরিবর্তন এনেছে অজিরা। নিজের স্ত্রী ও সদ্য নবজাত সন্তানের পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়েছেন কেন রিচার্ডসন। সিএ সেই ছুটি মঞ্জুর করেছে। যার ফলে ভারতের সাদা বলের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। -দ্যা টেলিগ্রাফ


ডানহাতি এই পেসারের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্ড্রু টাইকে। পেস বোলিং অলরাউন্ডার টাই অজিদের হয়ে ৭ ওয়ানডে ও ২৬টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। এর আগে ইংল্যান্ড সফরের দলেও ছিলেন তিনি।


এছাড়া স্কোয়াডে না থাকলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ফিলিপে ও ডার্সি শর্ট অনুশীলন করেছেন দলের সাথে। মূলত করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ।


২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। পরবর্তীতে ১ ডিসেম্বর মানুকা ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর সেই মানুকা ওভালেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ৬ ও ৮ ডিসেম্বর যথাক্রমে সিডনিতে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড :

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ,মার্নাস ল্যাবুশানে, মার্কোস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড, অ্যালেক্স ক্যারি, অ্যান্ড্রু টাই, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, মইসেস হেনরিকস, ক্যামরন গ্রীন, জশ হ্যাজলউড, ড্যানিয়েল সামস ও মিচেল স্টার্ক। – ক্রিকইনফো/আমাদের সময়