যুদ্ধবিদ্ধস্ত দেশের শিশুদের জন্য অনেক আগে থেকেই কাজ করে আসছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আবারো মানবতার ডাকে এগিয়ে এসেছেন এই ফুটবলার।
ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিয়ার মোট নয়টি প্রদেশের বাচ্চাদের জন্য ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন তিনি। লিওনেল মেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিক্ষা সামগ্রীগুলো সরবরাহ করা হয়েছে।
সারাবিশ্বের ভাগ্যহত শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে নিজ নামে ফাউন্ডেশন গঠন করেছিলেন মেসি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও বিভিন্নরকম সাহায্য করেছেন বার্সেলোনা অধিনায়ক।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের জন্য শিক্ষা যেন একটি আনন্দের উৎস হয় সে লক্ষ্যেই এবারের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে বাচ্চারা যেন বিভিন্ন সামাজিক দক্ষতাও অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।
সিরিয়ার যে নয়টি প্রদেশে শিক্ষা উপকরণগুলো বিতরণ করা হয়েছে সেগুলো হলো- আলেপ্পো, হামা, হোমস, হাসাকা, কুনেইট্রা, ডারা, সুয়েডা, ডায়ার এজ-জো ও দামাস্কাস। - ডেইলি বাংলাদেশ