বীমা আবেদনের ফরম

পাঁচমিশালী কৌতুক April 28, 2016 1,264
বীমা আবেদনের ফরম

জিবন বীমা আবেদনের ফরম লিখে ভর্তি করার সময় রাম রতন দেখতে পেল এক জায়গায় লেখা আছে, বেচে থাকলে বাবার বয়সঃ বেচে থাকলে মার বয়স সে ঐ দুটি ঘরে লিখে দিল ১০৬ আর ১০২ ।


বীমা কর্মচারী ফরম দেখে তো চমকে ঊঠল - না না আপনার মা বাবা এখনো এত বুড়ো হতে পারে না ।


- না না বুড়ো হবে কেন? জবাব দিল রাম রতন তারা তো মারা গেছেম । তবে তারা বেচে থাকলে এখন এই বয়স হয়তো ।