মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারকা এই ক্রিকেটার।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদি লিখেছেন, 'বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।'
করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষদের শুরু থেকেই সাহায্য করে আসছিলেন আফ্রিদি। মানুষের সহায়তার জন্য আফ্রিদি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থাও গড়ে তুলেছেন তিনি।
এই সংস্থাটির পক্ষ থেকে দরিদ্র মানুষদের জরুরি জিনিসপত্রও সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, পাকিস্তানে করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ডও তৈরি করেছে আফ্রিদির এই সংস্থা।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি