বিয়ে কি আর হবে না?

পাঁচমিশালী কৌতুক April 28, 2016 1,138
বিয়ে কি আর হবে না?

চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল।

লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।


–তা একটিও পান নি?

–পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।