চলতি মাসের শুরুতেই জানা যায়, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। আজ (২৪ এপ্রিল) সাকিব ও তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
এ নিয়ে দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের বাবা হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী। মা ও মেয়ে দুজনই হাসপাতালে আছেন।
সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে গত মাসে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন সাকিব। সেখানে পৌঁছে হোটেল রুমে ১৪ দিন আইসোলেশনে থাকেন এই মুহূর্তে নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটার। আইসোলেশন শেষে স্ত্রী এবং কন্যার সঙ্গে লকডাউন অবস্থায় দিন পার করছেন তিনি।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি