ম্যানেজারের ভুলে শ্রমিকদের বেতন বকেয়া, জানেন না সাকিব

খেলাধুলার বিবিধ April 22, 2020 1,980
ম্যানেজারের ভুলে শ্রমিকদের বেতন বকেয়া, জানেন না সাকিব

সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মে শ্রমিকদের বেতন বকেয়া। এই শিরোনাম দুদিন ধরে ঘুরছে বিভিন্ন গণমাধ্যমে। এ খবর শুনে রাগান্বিত ও বিব্রত সাকিব। ফার্ম ব্যবস্থাপনার দায়িত্বে যিনি ছিলেন তার ভুলেই ২ মাস বেতন পাচ্ছেন না শ্রমিকরা। অনাকাক্সিক্ষত এ ঘটনায় দুঃখ প্রকাশ কজরেছেন সাকিব। সেই সঙ্গে ৩০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা জানিয়েছেন তিনি। খবর : ক্রিকটাইম


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। সোমবার সকালে শতাধিক হ্যাচারি শ্রমিক মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে তাদের সরিয়ে দেয় র‌্যাব ও পুলিশ।


সাকিবের ব্যক্তিগত ম্যানেজার সোহান জানিয়েছেন, সাকিবের মালিকানাধীন ফার্মটির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন পাভেল। ডিসেম্বরের পর সাকিব ছিলেন না, পাভেলই সার্বিক বিষয় দেখভাল করতেন। বিগত সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনেকটাই নির্ভার ছিলেন সাকিব। তবে গত কয়েকদিন ব্যবস্থাপকের হেয়ালিপনায় আটকে থাকে শ্রমিকদের পারিশ্রমিক। বিষয়টি জানতেন না সাকিব নিজেও।


সোহান জানান, এই ঘটনায় সাকিব নিজেও বিব্রত। শ্রমিকদের পাওনা আদায়ে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। বোনাসসহ আগামী ৩০ এপ্রিলের মধ্যেই হ্যাচারি শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করা হবে। করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়েও চলবে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের সকল কার্যক্রম।


সূত্রঃ আমাদের সময়