করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগেই এগিয়ে আসেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান অনেক আগেই খেলোয়াড়দের গড়া তহবিলে নিজের এক মাসের অর্ধেক বেতন অনুদান দেন। এবার নিজ জেলা বগুড়ার ডাক্তারদের সেবায় এগিয়ে এসেছেন তিনি।
বগুড়ার স্বাস্থ্যকর্মীদের ২০০টি পিপিই, ২০০টি মাস্ক ও ২০০টি হ্যান্ড গ্লাভস দিয়েছেন পরিশ্রমী এই ক্রিকেটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন বগুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সামির হোসেন মিশু।
বুধবার সামির বলেন, 'মুশফিক বগুড়া মেডিক্যালের ডাক্তারদের ২০০টি পিপিই, ২০০টি মাস্ক ও ২০০টি হ্যান্ড গ্লাভস দিয়েছেন। এখানকার ডাক্তাররা সবাই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। এই সংকটের সময় তারা মানুষের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে।
আমরা মুশফিককে আমাদের প্রয়োজনের কথা জানিয়েছি। সাথে সাথে তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। যেসব চিকিৎসক এই মুহূর্তে সেবা দিচ্ছে তাদের কাছে আমরা এসব প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছি। বাকিদের আমরা আস্তে আস্তে দিয়ে দেব।'
সূত্রঃ ক্রিকফ্রেন্জি