এবার বাড়িভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

খেলাধুলার বিবিধ April 1, 2020 2,033
এবার বাড়িভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

আগামী ৩ এপ্রিল ২৫ বছরে পূর্ণ হবে বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদের। জন্মদিনে বাবার কাছ থেকে অন্যরকম এক জন্মদিনের উপহার পাচ্ছেন তাসকিন।


নিজের জন্মদিনের উপহার হিসেবে তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করে দেয়া। ছেলের এমন মহৎ প্রস্তাবে রাজি হতে দ্বিতীয়বার ভাবেননি বাবা আবদুর রশিদ মনু। রাজি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে।


দেশের এক সংবাদমাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ খবর। তিনি বলেন, ‘আমি অনেক চিন্তা করে দেখেছি সাধারণ মধ্যবিত্ত পরিবার করোনায় ভীষণ কষ্টে দিন যাপন করছে। তবে কখনও কারো কাছে কিছু চাইতে পারে না তারা।


আমার বাবার যে সম্পতি আছে সেখান থেকে মাসে এক লাখেরও বেশি ভাড়া আসে। আমি বাবাকে অনুরোধ করি যে এবার আমার জন্মদিনের উপহার হিসেবে সেই ভাড়া যেন তিনি মাফ করে দেন।’


তিনি আরও যোগ করেন, ‘এপ্রিলের ৩ তারিখ আমার জন্মদিন, বাবাও আমার কথায় রাজি হয়েছেন। আসলে এমন নয় যে আমাদের অঢেল আছে।


তবে আমি যদি এক মাস ঠিকমতো খেলতে পারি সেই টাকা আল্লাহ আমাকে জোগাড় করে দেবেন। আমি মনে করি এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত, যারা কারো কাছে চাইতে পারে না।’