আমার মনে হয় না বাংলাদেশ সফর হবে: অসি অধিনায়ক

খেলাধুলার বিবিধ March 31, 2020 1,613
আমার মনে হয় না বাংলাদেশ সফর হবে: অসি অধিনায়ক

আগামী জুনের শুরুতে অস্ট্রেলিয়া আসবে- এমন আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) পক্ষ থেকে। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে সারাবিশ্বে। বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট।


বাংলাদেশ সফরের আরও দুই মাস বাকি থাকলেও, অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন কোনো সম্ভাবনা দেখছেন না এই সফরটি হওয়ার। সার্বিক পরিস্থিতি বিবেচনায়ই এমন মূল্যায়ন পেইনের।


অধিনায়ক টিম পেইন বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ সফর হবে, বিশেষ করে জুন মাসে। আর এটা বলার জন্য নিশ্চয়ই আইন্সটাইন (বিখ্যাত বিজ্ঞানী) হতে হবে না।


তবে সিরিজ বাতিল হোক বা পিছিয়ে দেয়া হোক- এখনই এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কিন্তু এখানে দুইটি টেস্ট খেলা হবে এবং তা না হলে আমরা খুব মিস করবো।’


তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, হয়তো কিছু সিরিজ বাতিল হবে, কিছু হয়তো সামনে এগুবে অথবা কিছু সিরিজ হয়তো স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেতে হবে।


আর খুব সম্ভবত টেস্ট চ্যাম্পিয়নশিপের সব খেলা শেষ করার জন্য টানা পাঁচ সপ্তাহও মাঠে থাকা লাগতে পারে খেলোয়াড়দের।’