আরো দুটি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইসিসি

খেলাধুলার বিবিধ February 18, 2020 2,613
আরো দুটি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ নামে নতুন দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।


ক্রিকেট খেলুড়ে সেরা ৬টি দলের অংশগ্রহণে ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ অনুষ্ঠিত হবে। যেখানে ম্যাচ হবে ১৬টি। আর ১০ দলের অংশগ্রহণে হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন, ম্যাচ হবে ৪৮টি।


২০২৩-২০৩১ সালের ক্রিকেট ক্যালেন্ডারে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ আর ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে আইসিসি।


গত বছর অক্টোবরে আইসিসির বোর্ড মিটিংয়ে এই টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির প্রাথমিক আলোচনা হয়।


ক্রিকেট খেলুড়ে দেশের কর্তারা পক্ষে-বিপক্ষে মত দিলেও নতুন দুটি টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর আইসিসি।


• যদি নতুন দুটি টুর্নামেন্ট অন্তর্ভুক্ত হয় তাহলে ২০২৩-২০৩১ মৌসুমের ক্যালেন্ডারে থাকবে-


টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৪, ২০২৮


ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৫, ২০২৯


টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২৬, ২০৩০


ওডিআই বিশ্বকাপ: ২০২৭, ২০৩১


সূত্র: জি নিউজ