আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মূল লড়াই শুরুর আগে দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সাভারের বিকেএসপিতে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। জানা গেছে , জিম্বাবুয়ের ইচ্ছা পূরণ করতে কোন টস ছাড়াই অতিথিদের আবদার মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র।
এদিকে ১ম সেশনের ব্যাটিং প্রস্তুতিটা ভালোভাবেই সারছেন জিম্বাবুয়ের দুই ওপেনার। শেষ সেশনে ফেলতে পেরেছে কেবল ১ টি উইকেট। মাঝের সেশনেই কেবল দাপট দেখিয়েছে বিসিবি একাদশের বোলাররা, সেটা জিম্বাবুয়ের ৬ উইকেট তুলে নিয়ে। দিন শেষে, ৭ উইকেটে ২৯১ রান তুলে ১ম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ ১ম দিন শেষে-
জিম্বাবুয়ে ২৯১/৭ (৯০), মাসভাউর ৪৫, কাসুজা ৭০, মুজিঙ্গানিয়ামা ১৭, আরভিন ১০, মারুমা ৩৪, চাকাভা ১৩, মুতোম্বোজি ০, মুম্বা ৫৪*, লোভু ২৫*; মুগ্ধ ১১-৩-৩৯-০, শরিফুল ১৫-৫-৪৫-১, সুমন ১৩-৪-২৯-০, বিপ্লব ১৯-১-৭৭-০, আল আমিন ১২-০-৪০-২, রিশাদ ১২-৩-২৬-০, শাহাদাত ৮-২-১৬-৩।