বিসিএলে সবাইকে টপকে শীর্ষে বিজয়

খেলাধুলার বিবিধ February 18, 2020 1,577
বিসিএলে সবাইকে টপকে শীর্ষে বিজয়

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)-এর এবারের আসরে দারুণ পারফর্ম করছে বাংলাদেশের টাইগাররা । এবারের বিসিএলে যেন সেঞ্চুরির মিছিলে পরিণত হয়েছে৷ প্রতি ম্যাচেই ক্রিকেটাররা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করছে।


এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)-এ ফাইনালে জায়গা করে নিয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। লিগ পর্বে ২৩.৪৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পূর্বাঞ্চল আর ১৯.৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চল।


বিসিএলের তিন রাউন্ডের খেলা শেষে রান সংগ্রহে শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তিনি তিন ম্যাচে করেছেন ১০৩.৭৫ গড়ে ৪১৫ রান। এছাড়াও এবারের বিসিএলে দুটি হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি।


তিন রাউন্ডে দুই নম্বরে আছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। চলতি বিসিএলে মাত্র একটি রাউন্ড খেলেছেন তামিম ইকবাল। ৩৩৪ রানে তিন নম্বরে রেখেছে সেরা ব্যাটসম্যানদের তালিকায়।


এই তালিকার চার নম্বরে আছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে শান্তর রান ৩২৫।