জাতীয় দলের সাথে ক্রিকেট ম্যাচ খেলতে চায় ছাত্রলীগ

খেলাধুলার বিবিধ February 18, 2020 1,364
জাতীয় দলের সাথে ক্রিকেট ম্যাচ খেলতে চায় ছাত্রলীগ

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ছাত্রলীগ- এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।


এ সময় মাশরাফি বলেন, ‘আমি যেহেতু খেলোয়াড়, সে হিসেবে একটি টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। আশা করি আপনারা ভালোভাবে টুর্নামেন্টটি শেষ করবেন।’


এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িত থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে।’


বাংলাদেশ জাতীয় দলের সাথে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আশা ব্যক্ত করে আল নাহিয়ান খান জয় মাশরাফিকে সহযোগিতার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ বাংলাদেশ দলের সাথে একটি ম্যাচ আয়োজন করতে চায়। এজন্য মাশরাফি ভাইয়ের সহযোগিতা কামনা করছি।’