পাকিস্তান সফরে লিটন কুমার দাস ও সৌম্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবি প্রধান। মুশফিক যাননি, নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিবও। অভিজ্ঞদের মধ্যে ছিলেন তামিম এবং মাহমুদুল্লাহ। সেই সাথে রয়েছেন লিটন ও সোম্যও। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার পর নতুন ভূমিকায় মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন লিটন, সৌম্য। আর তাতেই চটেছেন বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন।
‘যত নামীদামী কোচই আনেন না কেন- তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ; এদেরকে কেউ দলে কী ভূমিকা তা শেখাতে আসবে না। তাদের শেখানোর কোন কারণ নেই। এমনকি লিটন-সৌম্যও। এখন যদি ওদের কী দায়িত্ব সেটা বলে দিতে হয় তুমি সেখানে গিয়ে কীভাবে খেলবা তাহলে সেট আমাদের জন্য দুর্ভাগ্য। নতুনদের হাতে-ধরে শেখানো যায় যেমন আফিফ-মেহেদি। যারা এতো বছর খেলছে তাদের দলে কী ভূমিকা, তা শেখানোর কিছু আছে বলে মনে হয় না।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। দুই ম্যাচেই রান পেলেও তার ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। দুইজনেই ওপেনিংয়ে একই ভূমিকা পালন করেন। দলের পারফরম্যান্স এমন কেন হলো বুঝতে পারছেন না পাপন।
‘কোচও নতুন। কোচ যখন বলল তামিমকে দেখতে হবে কীভাবে খেলে। এই কোচ দীর্ঘ পরিকল্পনার কথা চিন্তা করছে যেটা কিনা ভালো। আমাদের আগে পরিকল্পনা ছিল শর্ট-টার্মের। তার পরিকল্পনা দীর্ঘ দেখে পরীক্ষা-নিরীক্ষাও বেশি হচ্ছে। এখন এইটা কোচের জন্য হচ্ছে নাকি অধিনায়কের জন্য সেটি একটু বুঝতে হবে।’