ভারতের বিপক্ষে কিউইদের ওয়ানডে দল ঘোষণা

খেলাধুলার বিবিধ January 30, 2020 1,890
ভারতের বিপক্ষে কিউইদের ওয়ানডে দল ঘোষণা

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও ফার্গোসেন।


এই সিরিজে ফিরেছেন হামিস বেনেট এবং স্কট কুগেলেইন। প্রথম ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াডে আছেন ইস সোধি। এদিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে নিউজিল্যান্ড।


উল্লেখযোগ্য যে, হ্যামিল্টনে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ ফেব্রুয়ারি। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে অকল্যান্ড এবং মাউন্ট মানগানুইতে।


নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জামিসন, স্কট কুগেলেইন, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল সান্টনার, ইস সোধি (প্রথম ম্যাচ), টিম সাউদি ও রস টেলর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪