পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
সিরিজে বাংলাদেশ দলের প্রতিরোধহীন ক্রিকেট দেখে বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের খেলা দেখে মনেই হয়নি বাংলাদেশ খেলছে।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা বাংলাদেশের খেলা না। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খেলছে। টি-টোয়েন্টিতে আমরা যেভাবে খেলি এবার তার উল্টো। কোনো লক্ষ্য দেখিনি।’
তিনি আরো বলেন, ‘এমন পরিস্থিতি কখনো দেখিনি যে বিনা উইকেটে ৯৬ রান থেকেও কাঙ্ক্ষিত রান করতে পারছি না। ১২-১৪ ওভার যাওয়ার পরও এত রক্ষণাত্মক মানসিকতা।’