সাকিবের বাসায় রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

খেলাধুলার বিবিধ January 26, 2020 1,886
সাকিবের বাসায় রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ক্রিকেটপ্রেমী তা কারও অজানা নয়। তবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার পরিবারকে বোধ হয় একটু বেশিই ভালোবাসেন প্রধানমন্ত্রী৷


তাই সাকিব আল হাসানের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশিরের পছন্দের খাবার নিজ হাতে রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই কথা দেশবাসীকে জানান সাকিব আল হাসান ও শিশির দুজনেই। এরই মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞরাও জ্ঞাপন করেছেন।


সাকিব তার ফেসবুক আইডিতে লিখেন, ‘আমরা গতরাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে তার পছন্দের খাবারেএ তালিকা বলেছিলেন। প্রধানমন্ত্রী সকাল বেলা তা নিজ হাতে রান্না কিরে পাঠিয়েছেন৷ এটা আমার জন্য অনেক সম্মানের৷ নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪