কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল

খেলাধুলার বিবিধ January 24, 2020 1,886
কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল

কন্যা সন্তানের বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জয়ী চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পালন করা আন্দ্রে রাসেল।


নিজের ইনস্টাগ্রামে নবাগত সন্তানের সাথে একটি ছবি পোস্ট করে এ সুখবর দিয়েছেন আন্দ্রে রাসেল। ইতোমধ্যেই ঠিক করেছে ফেলেছেন সন্তানের নাম। কন্যা সন্তানের নাম রেখেছেন আমিয়া এস রাসেল।


এর আগে গর্ভবতী লরা-র সঙ্গে ইন্সটায় ছবি পোস্ট করে গত নভেম্বরে রাসেল বাবা হওয়ার এই সুখবরটি দেন। পেশায় মডেল ও ডিজাইনার লরা’র সঙ্গে রাসেলের বন্ধুত্ব দীর্ঘদিনের। লিভ-ইনের পর ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেল জেসিম লরাকে বিয়ে করেন রাসেল।