আমার দেখা সেরা খেলোয়াড় মেসি: নেইমার

খেলাধুলার বিবিধ December 17, 2019 970
আমার দেখা সেরা খেলোয়াড় মেসি: নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু দারুণ। একজন আরেকজনের প্রশংসা করতে কখনই কার্পন্য করেন না।


বার্সেলোনায় খেলার সময় মেসির সঙ্গে নেইমারের বোঝাপড়াটাও ছিল দারুণ। এখনও সেই দিনগুলো মিস করেন নেইমার। বিশ্বসেরা ফুটবলারের তর্ক ওঠলে তিনি বরাবরই তুলেন মেসির নামটি।


মেসির সমতুল্য স্থানে আর কাউকেই বসাতে রাজি নন পিএসজি তারকা নেইমার। নেইমার বলেন, ‘মেসি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আমার দেখা সেরা খেলোয়াড়।’


পিএসজিতে থাকা নিয়ে নেইমার বলেন, ‘এখন আমি পিএসজির খেলোয়াড়। আমি এখানে শতভাগই দেই। পিএসজিকে সফল করার জন্য মাঠে আমার জীবন ধরে দেই।


আমি কাউকে কষ্ট দিতে চাই না। তবে আমার মন বলে, যদি তুমি কোথাও সুখী না থাকো, তবে চলে যাওয়া উচিত।’