কোহলির ব্যাটিং তান্ডবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি ম্যাচে বড় রান সংগ্রহ করেও ভারতের বিপক্ষে হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারের ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় উইন্ডিজ।
রবিবার(৮ ডিসেম্বর) ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শিভম।
টার্গেট তাড়া করতে নেমে সিমন্সের ৪৫ বলের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় উইন্ডিজ। এদিকে, দল হারলেও রোহিত শর্মাকে হটিয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি।