বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান

খেলাধুলার বিবিধ December 8, 2019 1,095
বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান

আইসিসি নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী জানুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে অন্তত একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সরকারের সবুজ সংকেত না পেলে পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ। এর চেয়ে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলার বিষয়ে বিসিবি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। তারা আর নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।


করাচিকে ভেন্যু বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেননা, সদ্য ভারত সফরে বাংলাদেশ একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যা গোলাপি বলের টেস্ট হিসেবে ভারত-বাংলাদেশ ম্যাচটি প্রথম।


এদিকে নিরাপত্তা পর্যবেক্ষন করতে সম্প্রতি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। তবে তারা এখনো সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দেয়নি। তার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। -স্পোর্টসজোন২৪