চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ভক্তদের উদ্দেশ্যে গেইলের ভিডিও বার্তা

খেলাধুলার বিবিধ December 4, 2019 1,633
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ভক্তদের উদ্দেশ্যে গেইলের ভিডিও বার্তা

টি-টুয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইলের আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তিনি নিজেই বলেছিলেন, বিপিএলের ড্রাফটে তার নাম কোথা থেকে এলো, তা তিনি জানেন না। অবশেষে তার বিপিএলে খেলাটা নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, পরের দিকে হলেও আসবেন তিনি।


এবার গেইল নিজেই নিশ্চিত করেছেন নিজের আসার বিষয়টি। সম্প্রতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করছে। যেখানে ভিডিও বার্তা দেন টি-টুয়েন্টির কিংবদন্তি ক্রিস গেইল।


গেইল বলেন, ‘হ্যালো বাংলাদেশ; ক্রিস গেইল ‘ইউনিভার্স বস’ এখানে। আসন্ন বঙ্গবন্ধু বিপিএল টি-টুয়েন্টিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আমি আসতেছি। শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে; ঠিক আছে! বাংলাদেশ- ভালোবাসা ও সম্মান।’


আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। প্রথম ম্যাচেই সিলেট থান্ডারের মুখোমুখি হবে গেইলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে ৮ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধন। এবার সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।


সূত্রঃ অধিকার নিউজ